শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেএমপি কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। কেএমপিতে আসছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাসুদুর রহমান ভুঞা। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বদলি/পদায়নকৃতরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদ পুলিশ সুপার হিসেবে এবং ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানকে কক্সবাজার পুলিশ সুপার পদে, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে এবং রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ্ কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন