মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে নারীকে গণধর্ষণ, হাসপাতা‌লে ভ‌র্তি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে গণধর্ষণ করেছেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও বখাটেরা। রবিবার (২৪ জুলাই) রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় ধর্ষণের শিকার ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন তার প্রতিবেশিরা।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রসাব করার জন্য বাইরে বের হই। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার(২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে। বাড়ির পাশের বাগানে নিয়ে মুখ চেপে ধরে পর্যায়ক্রমে পাঁচজনেই আমাকে ধর্ষণ করে। আমি এর সঠিক বিচার চাই এই বলে কাঁদতে থাকেন স্বামী পরিত্যক্তা ওই নারী।

ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় নানা ধরণের অপরাধ করাই তাদের কাজ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারী ডাক্তারি পরীক্ষা এবং ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই নারীর ভাষ্যমতে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন