খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

দিঘলিয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য দপ্তরের মতবিনিময়

দিঘলিয়া প্রতিনিধি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ২৩-২৯ জুলাই পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২।

এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহান্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আকতার, যোগিপোল ইউপি চেয়ারম্যান লিংকনসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহান্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, মৎস্য উৎপাদনে দিঘলিয়া উপজেলা একটি উদ্বৃত্ত উৎপাদনশীল উপজেলা। এখানে বাৎসরিক মাছের চাহিদা ৩ হাজার ৬৫২ দশমিক ৬৩ মে.টন (জনপ্রতি দৈনিক ৬৫ গ্রাম হিসেবে) উপজেলাটির বার্ষিক মৎস্য উৎপাদন হয়েছে ৮ হাজার ১৮৬ দশমিক ৮৯ মে. টন (২০২১-২০২২) যা বাৎসরিক চাহিদার প্রায় দ্বিগুণ।

দিঘলিয়ায় উৎপাদিত মাছ যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা পূরনে অগ্রণী ভূমিকা রাখছে। মৎস অধিদপ্তর, দিঘলিয়া কর্তৃক চাষীদের উন্নততর প্রযুক্তির প্রশিক্ষণ সহ নতুন নতুন প্রযুক্তির প্রদর্শনী স্থাপন, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ, অবমুক্তি, বিল নার্সারী স্থাপন এবং মৎস্য আইনসমূহের সফল বাস্তবায়ন এ উপজেলায় মৎস্য সম্পদের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!