খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ

খুলনার সোনাডাঙ্গায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপকে সামনে রেখে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় শুক্রবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তরা স্ব-স্ব দলের জার্সি পরিহিত অবস্থায় মাঠে খেলতে নামেন। বিকেলে খুলনা কলেজিয়েট স্কুল মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন এলাকার স্থানীয় যুব সমাজ।

খেলার প্রথম ৩ মিনিটেই মোঃ আপন ইসলাম ব্রাজিলের হয়ে একটি গোল করেন। আর্জেন্টিনার হয়ে  সাকিব ২০ মিনিটের মাথায় একটি গোল করলে খেলায় সমতা ফিরে আসে। শেষে টাইব্রেকারে আর্জেন্টিনার সমর্থকরা ৪-৩ গোলে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেন।

এ সময় আর্জেন্টিনা সমর্থক টিমের খেলোয়াড় শোভন ইসলাম বলেন, সামনে বিশ্বকাপ। আমরা বিশ্বকাপকে সামনে রেখে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!