‘নিরাপদ অভিবাসন রিক্রুটিং এজেন্ট লাইসেন্স আচরণ ও শ্রেণীবিভাগ বিধিমালা’ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার (২১ জুলাই) খুলনা সার্কিট হাউজ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়
অন্যান্যদের উপস্থিত ছিলেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রিয়াজ শরীফ, রিকুটিং এজেন্ট লাইসেন্স খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বুলবুল রানা প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই