খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ পন্ড হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড দেন। একইসঙ্গে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া অবধি মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকায় স্বাক্ষর নিয়ে পিতাকে মুক্ত করেন।
জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর দেয়াড়া গ্রামের মোঃ অদুদ কাগুজীর ৮ম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে সোলাদানার মোজার গাজীর ছেলে সোহেল গাজীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে ইউএনও এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন ও আনসার সদস্য মোঃ শচীন সরেজমিন পরিদর্শনে যায়। ঘটনার সত্যতা পাওয়ায় বাল্যবিয়ের দায়ে মেয়ের পিতাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দু’ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রাপ্ত বয়ষ্ক না হওয়া অবধি মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকায় স্বাক্ষর নিয়ে পিতাকে মুক্ত করেন।