ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের চেষ্টা যে নিজেদেরই করতে হবে, ২৬ বছর বয়সী ক্রিকেটার সেই বার্তাই দিলেন।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ফরম্যাটে এখন দলটিকে বেশ নড়বড়ে হিসেবেই দেখা হচ্ছে। নিকোলাস পুরান সীমিত ওভারের অধিনায়ক হওয়ার পর সদ্য ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন বাংলাদেশের কাছে। সেই ঝাল তিনি মেটাতে চান ভারতের ওপর।
বাংলাদেশের পর ভারত জাতীয় দল গেছে ক্যারিবীয় সফরে। যদিও ওয়ানডে সিরিজে বিশ্রামে আছেন তারকা ক্রিকেটারদের অনেকে। তবুও এই ভারতকে দ্বিতীয় সারির দল বলার সুযোগ নেই। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলকে হারাতে হলে সেরাটাই দিতে হবে, মনে করেন পুরান।
তিনি বলেন, ‘ব্যাট বা বল হাতে ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার রয়েছে ভারতের। আমরা অবশ্যই সেরাটা দিয়ে ওদের চ্যালেঞ্জের সামনে ফেলতে চাই। সেটা পারলে ক্রিকেট বিশ্বে আমরা একটা বার্তা দিতে পারব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এই সিরিজে ভালো ফল দরকার। ভারতের প্রচুর ক্রিকেটার আছে যারা দলকে জেতাতে পারে। তাই হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই।’
ক্যারিবীয়দের অবশ্য প্রতিপক্ষের চাইতে বেশি ভাবতে হচ্ছে নিজেদের নিয়েই। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের চেষ্টা যে নিজেদেরই করতে হবে, ২৬ বছর বয়সী ক্রিকেটার সেই বার্তাই দিলেন।
তিনি বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের এই জায়গায় নিয়ে এসেছি। সমস্যাটা আমরা বুঝতে পারছি। সমাধান খোঁজার চেষ্টা করছি।’ ওয়ানডে দলের এই চ্যালেঞ্জিং সময়েও নেতৃত্ব উপভোগ করে চলেছেন পুরান, ‘নতুন ভূমিকা বেশ উপভোগ করছি। এখন তো মাঝেমাঝে বোলিংও করছি। দলের সকলেই আমার পাশে রয়েছে। আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করছি।’
খুলনা গেজেট / আ হ আ