ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী পুলিশ ফাঁড়ির পাশে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়েছে দুই সহদরসহ ৩ যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুলাই) রাতে।
মারাত্মক জখম রমজান (২৩) এবং রানা (১৭) এবং শাকিল (১৫) বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রমজান এবং রানার সেনহাটী গ্রামের মোঃ ইউনুচ আলীর ছেলে। শাকিলের বাবার নাম মোঃ নাছির।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
খুলনা গেজেট/ এস আই