ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একযোগে সারাদেশের ৫২টি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নতুন করে উপজেলার ৩৪টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১০১জন ভূমিহীনকে ঘর ও জমি দেওয়া হয়েছে।
এদিন নতুন করে ঘর পাওয়া ৩৪জন উপকারভোগী অনুষ্ঠানে তাদের আবেগ অনুভূতি তুলে ধরেণ। রেহেনা খাতুন নামে এক উপকারভোগী তাঁর বক্তব্যে বলেন, আমার ঘর ছিল না, ছিল না কোনো জায়গা জমি। মাথা গোজার ঠাঁই হারিয়ে আমি পরিবার নিয়ে অসহায় হয়ে যাযাবরের মতো ঘুরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন। এই ঘর আমার সুখের নীড়। আমি এখন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে এই ঘরে বসবাস করছি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন এই উপকারভোগী নারী।
উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথিন্দ্রনাথ রায়।
এ সময় এসিল্যান্ড তানভীর হোসেন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম, শরাফত দৌলা, নাজমুল হুদা তুষার, বসির উদ্দিন, মঞ্জুর রাসেদ, প্রেস ক্লাব সভাপতি এম, সাইফুজ্জামান তাজু প্রমূখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই