বাংলাদেশের ওপেনার সাইফ হাসান আবারও করোনা পজিটিভ ধরা পড়েছেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএনক্রিকইনফো’র প্রতিবেদনে এসেছে এমনটাই। সাত দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ আসেন তিনি।
এরপর গতকাল পুনরায় তাঁর করোনা পরীক্ষা হলে, আবারও করোনা পজিটিভ ধরা পড়েন তিনি। আগের দফায় সাইফের সঙ্গে জাতীয় দলের ট্রেইনার নিক লি’ও করোনা পজিটিভ ধরা পড়েছিলেন।
যদিও সুস্থ হয়ে আরও কয়েকদিন আগেই জাতীয় দলের অনুশীলনে দেখা যায় লি’কে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য ২৭ সদস্যের দলে নাম নেই সাইফের।
করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল এই স্কোয়াডে নাম লেখাতে পারবেন তিনি। যদিও বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য বর্তমানে পেন্ডুলামের মতো দুলছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। এখনও এ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
খুলনা গেজেট/এএমআর