শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

আন্তর্জা‌তিক ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা দিনেশ গুনাবর্ধনে। দিনেশ গুনাবর্ধনে রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা।

আজ দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রণিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এতদিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন রণিল।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল, রণিল স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ গ্রহণ করলে গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী করবেন। এখন তাকেই প্রধানমন্ত্রী ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন