পরিত্যক্ত প্লাস্টিক দিলে মিলছে গাছের চারা। ‘প্লাস্টিকের বোতল দিন, পরিবেশ বান্ধব গাছ নিন’ স্লোগানে দিনভর ব্যতিক্রমী এক প্রচারণা চলছে খুলনার সর্ব দক্ষিণের জনপদ কয়রায়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধে এ উদ্যোগ নিয়েছে ‘গ্রীন ভয়েস’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে কয়রা কপোতাক্ষ মহ্যাবিদ্যালয় প্রাঙ্গণে একদল তরুণের এমন তৎপরতা নজর কেড়েছে সবার। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বদলে একটি চারা গাছ দিচ্ছেন তারা।
ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধে সংগঠনটির এ উদ্যোগ। তারা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি, এর ব্যবহার কমাতে সাধারণ মানুষকে সচেতন করছেন, তুলে ধরছেন বিভিন্ন তথ্য উপাত্ত।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’ কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-শাহরিয়া হৃদয় জানান, তাদের এই উদ্যোগে মানুষের যথেষ্ট সাড়া পড়েছে।
সংগঠনটির সভাপতি অয়েসকুরনি রুম্মান জানান, মানুষ অনেক সময় পানির বোতল কেনে। পানি পান করা শেষ হয়ে গেলে ওই বোতল যত্রতত্র ফেলা পরিবেশের জন্য হুমকি—এ বিষয়ে সচেতনতার লক্ষ্যে বোতলের বদলে চারা গাছ দেওয়া হচ্ছে। ‘গ্রীন ভয়েস’ এর ক্যাম্পেইন স্টলে ৫৫০ টি প্লাস্টিকের বোতল জমা পড়ে। এর বদলে প্রত্যেককে চারা গাছ উপহার দেওয়া হয়।
‘গ্রীন ভয়েস’ কয়রা উপজেলা শাখার পক্ষ থেকে ক্যাম্পেইন শেষে কপোতাক্ষ মহাবিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই