মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইদুর মারা ট্যাবলেট খেয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটের গোড়া কেন্দুয়া গ্রামে ইদুর মারা ট্যাবলেট খেয়ে অরন্য বালা (১৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর আত্মহত্যা করেছে।

পুলিশ ও মৃতের পরিবার জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে অরন্য বালা ইন্দুর মারা ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্দার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর ১টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মৃতের পিতা আশুতোষ বালা একটি ইউডি মামলা করেন। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা কেউ সঠিকভাবে জানাতে পারেনি।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু, আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন