মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোড়েলগঞ্জে খালে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ট্রলার থেকে খালে পড়ে নিখোঁজ যুবক ইয়াছিন জোমাদ্দার(১৭) এর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয় লোকজন খালে তল্লাশী করে তার মরদেহ উদ্ধার করেন।

এদিন সন্ধা ৭টার দিকে ট্রলার থেকে খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন খালে পড়ে নিখোঁজ ছিলেন। ইয়াছিন জোমাদ্দার পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রামের কৃষক নুরুজ্জামান জোমাদ্দারের ছেলে।

ইয়াছিনের মা সাহিদা বেগম জানান, তার ছেলে সোমবার ইন্দুরকানি থেকে ট্রলারে করে কলা বিক্রির উদ্দেশে মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজারে যান। সেখানে তাদের ট্রলারটি ব্রিজের সাথে ধাক্কা লাগলে ইয়াছিন খালে পড়ে যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ইয়াছিনের মৃত্যু দুর্ঘটনা জনিত এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই বিষয়টি যাচাই-বাছাই শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন