খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা যোগদান করেছেন। ১৭ জুলাই রবিবার তিনি রেজিস্ট্রার পদে যোগদান করেন।
উল্লেখ্য, তিনি গত ৫ মার্চ ২০২১ থেকে ১৬ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত কুয়েটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিআইটি সমূহ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হলে তিনি গত ১ সেপ্টেম্বর ২০০৩ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনে উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, তিনি কুয়েটে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর কার্যালয়ে গত ১ জুলাই ২০০৭ থেকে ২৪ মে ২০১৭ তারিখ পর্যন্ত উপ-পরিচালক এবং ২৫ মে ২০১৭ থেকে ৪ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
খুলনা গেজেট / আ হ আ