সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় বালুবাহী ডাম্পারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার আহত

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়ার গুটুদিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বালুবাহী ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বালুবাহী ডাম্পারের ড্রাইভার ও হেলপারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে আসা বালুর ডাম্পারটির (সাতক্ষীরা-ট-১১-০৬১৭) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বালুবাহী ডাম্পারটি ছিটকে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খাম্বার সাথে আটকে যায়। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের মধ্যে ড্রাইভারের অবস্থা গুরুতর। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন