খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

রামপালে ঈদের আগে জুনের বেতন পাননি প্রাথমিকের ৬ শতাধিক শিক্ষক

রামপাল প্রতিনিধি

বরাদ্দ না থাকার দোহাই দিয়ে বেতন ছাড় না করায় রামপালে প্রাথমিকের ৬ শতাধিক শিক্ষক ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এমন হটকারি সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছেন শিক্ষকরা।

জানা গেছে, রামপাল উপজলায় ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষকদের অভিযোগ, গত জুন ২২ মাসের বেতন তারা তুলতে পারেননি। ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। বেশির ভাগ শিক্ষক বেতন না পেয়ে ঈদের আনন্দ থেকে বেশ খানিকটা বঞ্চিত হয়েছেন।

নাম প্রকাশ না করে ৮/৯ জন শিক্ষক এ প্রতিনিধিকে বলেন, জুন মাসের বেতন না পেয়ে অনেক শিক্ষক কুরবানি করতে পারেননি। অনেকে ধার করে কুরবানি করেছেন। বাগেরহাট জেলার রামপাল উপজেলার শিক্ষকরা বেতন না পেলেও অন্যান্য উপজেলার শিক্ষকরা সময় মতো জুনের বেতন পেয়েছেন বলে তারা জানান। শিক্ষকদের কথার সূত্র ধরে পার্শ্ববর্তী মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সময় মতো জুনের বেতন পেয়েছি।

শিক্ষকদের অভিযাগ বেতনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযাগ করা হলে তাদের বলা হয় জুনের বেতনের বরাদ্দ আসেনি। একজন শিক্ষক বলেন, সম্প্রতি পেড়িখালি এলাকায় একটি বিদ্যালয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা একটি মিটিং করার সময় বেতন না পাওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বেতন ছাড় করার করার কথা বললেও তিনি তাদের কথা রাখনেনি বলে ওই শিক্ষক অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, কোরবানির ঈদের আগে শিক্ষকরা শিক্ষা অফিসে বেতনের জন্য বার বার ধর্ণা দিয়েও বেতন পাননি। এ কারণে এবার অনেক শিক্ষক কুরবানি করতে পারেননি। শিক্ষকরা বেতন না পাওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার মতিয়ার রহমানক দায়ী করেন।

এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা কর্মকর্তা বলেন, আমি যতদূর জানি কিছু শিক্ষকের ১৩ তম গ্রেড পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হয়েছে। এজন্যে কিছু টাকা ঘাটতি ছিল। তবে মুসলিম শিক্ষকদের ঈদের সময় বেতন দেয়া যেতো বলে তিনি মন্তব্য করেন। টিইও স্যার কেন দেননি তিনি সেটা ভালো বলতে পারবেন।

তবে তিনি সর্বশেষ জানান, বরাদ্দ এসেছে এখন শিক্ষকদের জুনের বেতন ব্যাংকে পাঠানো হবে। তারা আগামী সপ্তাহে বেতন হাতে পাবেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে জানান, বরাদ্দ ছিল না তাই বেতন দেয়া যায়নি। এখন বরাদ্দ আসছে অনলাইনে। এসময় অন্য উপজলার শিক্ষকরা বেতন পেলেও কেন রামপাল উপজেলার শিক্ষকরা বেতন পাননি সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন তাদের বরাদ্দ ছিল তাই তারা দিতে পেরেছেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!