মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ লাখ টাকার তার সহ আটক ২

নিজস্ব প্রতি‌বেদক

রামপাল বিদ্যুৎ তাপ কেন্দ্রের চুরিহওয়া বৈদ্যুতিক তার সহ ২ জন চোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৯ জুলাই) সকালে বাগেরহাট রামপালের জিরো পয়েন্ট মোড় থেকে আসামি ইকবাল শেখ (৪৫) ও নূর আলম (২৬) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো তথ্যে জানা যায়, গত রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভূক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে প্রায় ২৯৫ কেজি কপার বৈদ্যুতিক কপার ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের অনুমান বাজার মূল্য পাঁচলক্ষ টাকা। এ সংক্রান্তে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় শনিবার( ৯ জুলাই ) সকাল ৮টার সময় র‌্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন জিরো পয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময়
বাগেরহাটের মোল্লাহাট থানার বাসিন্দা ইকবার ও নূর আলমকে গ্রেপ্তার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজতে থাকা চুরি হওয়া মালামাল ২৯৫ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল ও চোরাইকাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন