বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৯৪ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ৩১ হাজার ৬৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৭২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ১২ লাখ ৭৩ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছে।
২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৩০০ মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩২ হাজার ৩৭৯ জন। এছাড়া একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের বেশি। এতে করে মোট শনাক্তের সযখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৮৭৮ জনে। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার নতুনভাবে এক হাজারের বেশি প্রাণহানি রেকর্ড হওয়ায়, দেশটিতে মৃতের সংখ্যা ৮১ হাজার ছুঁইছুঁই। ৮২ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৪৯ লাখ ২৭ হাজার।
এ ছাড়া কুয়েতে ৮৫ হাজার ৫০১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৯ হাজার ৯৮১, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৮০২, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ৮৭৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৫৭৮ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২০৩ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৩২ হাজার ৬৫৪ জন রোগী মারা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খুলনা গেজেট/এআইএন