খুলনা বিভাগে সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৭১। যার ৮০ শতাংশই সুস্থ হয়েছে অর্থাৎ মোট সুস্থ হয়েছে ১৬ হাজার ৬২২ জন। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও পিসিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ১০৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৬৭৯, কুষ্টিয়ায় ৩ হাজার ৬৩, ঝিনাইদহে ১ হাজার ৮০৮, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৫৯, নড়াইলে ১ হাজার ২৬৩, সাতক্ষীরায় ১ হাজার ৭৭, বাগেরহাটে ৯৫৫, মাগুরায় ৮৮০ ও মেহেরপুরে ৫৮১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।
বিভাগে এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৫৮ জন। এর মধ্যে খুলনায় ৯৩, কুষ্টিয়ায় ৬৪, বাগেরহাটে ২২, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩১ জন করে, যশোরে ৪২, নড়াইলে ১৮, সাতক্ষীরায় ৩০, মাগুরায় ১৩ ও মেহেরপুরে ১৪ জন করে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, এ বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ শতাংশেরও আর সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় আরও ২৯ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ২১ জনই খুলনা জেলা ও মহানগরীর। সোমবার খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে সোমবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৯৫ টি। এদের মধ্যে মোট ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ২১ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ৪, সাতক্ষীরা ১, পিরোজপুর ১ ঝিনাইদহ ১, যশোরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এমবিএইচ