মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

উদ্ধার হওয়া ১৩ বন্য প্রাণি সুন্দরবনে অবমুক্ত

নিজস্ব প্রতবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনধি

দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ৮ প্রজাতির ১৩টি বণ্য প্রাণি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুন্দরবনের করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনে প্রাণিগুলোকে অবমুক্ত করেন প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর। অবমুক্ত করা প্রাণির মধ্যে রয়েছে ১টি অজগর, ১টি মেছো বিড়াল, ১টি গোখরা সাপ, ১টি মদনটাক, ১টি মাছমুড়াল, ২টি বানর, ৩টি তক্ষক ও ৪টি কালিম পাখি। এসময় বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

করমজল বণ্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বলেন, অভিযান চালিয়ে নড়াইল জেলার নিরিবিলি পিকনিক স্পট থেকে ১টি অজগর, ১ টি মেছো বাঘ ২টি বানর ও উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যসব প্রাণি বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবমুক্ত করা হয়।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন