খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার
  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় বিভাগের বিভাগের ফল-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ গত সোমবার সকালে ভবন-১ এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন ও ইউনিভার্সিটি ছাত্র কল্যাণ কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এবং প্রক্টর শেখ মাহরুফুর রহমান।

ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মননশীল, রুচিবান, শিষ্ঠাচার, চেতনা-মানবতা এবং নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে অন্যকে শ্রদ্ধা এবং নৈতিকতার শক্তিতে বলিয়ান হতে হবে।

বিভাগীয় প্রধান ফারজানা আক্তার বিভাগের নিয়ম কানুন সহ বিভিন্ন দিক উপস্থাপন করেন। এ সময় বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএ ২৫ তম ব্যাচের মৈত্রী দেবী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ ২৭ তম ব্যাচের মৌমি এবং রাফি।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!