টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার এখন কে? এই প্রশ্ন করলে অনেকে সময়ক্ষেপণ না করেই বলে দেবেন লিটন দাসের নাম। ওয়ানডেতেও লিটন এখন সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন। তবে তারকা এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে ঠিক ছন্দে নেই। গত বিশ্বকাপে ছন্দ হারিয়ে অনেক সমালোচনার পর ঘরের মাঠে রান পেলেও ওয়েস্ট ইন্ডিজে এসে আবারও বিবর্ণ।
তবে লিটন রান না পেলেও তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না দল। এমনটিই জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের সেরা বা অন্যতম সেরা ব্যাটার হিসেবে লিটনের এই কঠিন সময়েও তার পাশে থাকার কথা জানালেন টি-টোয়েন্টির দলনেতা।
তাই মিডল অর্ডার থেকে টপ অর্ডার- কখনোবা সোজা ওপেনিং; লিটনকে যেকোনো জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত থাকার আহ্বান রিয়াদের। তিনি বলেন, ‘সত্যি বলতে, টি-টোয়েন্টিতে অনেক ফ্লেক্সিবল থাকতে হবে। যেকোনো ব্যাটারকে যেকোনো জায়গায় ব্যাটিং করার সামর্থ্য থাকতে হবে। লিটনের তা আছে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে লিটন চার নম্বরে ভালো ব্যাটিং করে। এখন ওপেনিংয়ে ভালো শুরু পাচ্ছি না বা ধারাবাহিক ব্যাটার পাচ্ছি না, এই জায়গায় কিছুটা পরীক্ষানিরীক্ষা হতে পারে।’
টি-টোয়েন্টির সাম্প্রতিক পরিসংখ্যান লিটনের পক্ষে কথা না বললেও রিয়াদ অন্ধভাবে বিশ্বাস করে যেতে চান ২৭ বছর বয়সী এই ব্যাটারকে। তিনি জানান, ‘আমি এখনও পরিসংখ্যান সেভাবে দেখিনি। তবে আমি মনে করি লিটন এখন আমাদের সেরা ব্যাটারদের একজন। আপনি অবশ্যই আপনার সেরা ব্যাটারকে চাইবেন এবং চেষ্টা করবেন ও যেন ভালো করতে পারে। টেস্ট ও ওয়ানডেতে লিটন খুবই ভালো ব্যাটিং করছে, ধারাবাহিক ব্যাটিং করছে। হয়ত টি-টোয়েন্টিতে সেভাবে পারছে না। তবে আমরা তাকে সমর্থন দিচ্ছি, কারণ সে সেরা ব্যাটার।’
শুধু লিটন নন, সাদা বলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ পারফর্মার মুস্তাফিজুর রহমানও এই সিরিজে খুব একটা কার্যকরী পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে রিয়াদ লিটনের মত মুস্তাফিজকেও দিলেন অভয়।
তিনি বলেন, ‘একইভাবে মুস্তাফিজও… ও আমাদের সেরা বোলার। শুরুতে বলুন, মাঝখানে বলুন, ডেহ ওভারে বলুন। সাদা বলে ও আমাদের সেরা বোলার। তাদের পাশে থাকতে হবে। এক-দুই ম্যাচে অনেক সময় এমন হয়। আমি সবসময়ই অনুভব করেছি, মুস্তাফিজ কামব্যাক করবে।’
খুলনা গেজেট/এস আই