খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

খুলনা প্রেসক্লাবে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

স্যাটেলাইট চ্যানেল এনটিভি আজ ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে রবিবার (৩ জুলাই) সকাল সাড়ে নয়টা খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান করা হয়।

এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বন্যাদুর্গতদের সহয়তার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্টান সহ বিভিন্ন ব্যায় সাশ্রয়ী করে সেই অর্থ বন্যা দুর্গত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বন্যা দুর্গত এলাকায় এনটিভির ত্রান তৎপরতার প্রশংসা করেন।

তিনি এনটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, এনটিভি দেশের উন্নয়নের কথা বলে, মুক্তিযদ্ধের কথা বলে বলেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তিনি আগামীতে এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এই সময় আরো বক্তব্য রাখেন খুলনা মেট্রেপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক কাউন্সিলার মিসেস অধ্যাপিকা রুনু বিথার, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি বাবুল রানা, মহানগর বিএনপি আহবায়ক এড শফিকুল ইসলাম মনা, খুলনা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

উপস্থিত ছিলেন কৃষক লীগ সভাপতি শ্যামল সিংহ রায়, বিএনপির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, ইসলামী আন্দোলনের শেখ নাসির উদ্দিন প্রমুখ।

বিভিন্ন সংগঠনের পক্ষ হতে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার এসোসিয়েশন সহ সভাপতি হুমায়ুন কবির, তথ্য অধিদপ্তর খুলনার উপ প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, টিভি রিপোর্টাস ইউনিট সভাপতি মাল্লিক শুধাংশু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ , সিনিয়র সাংবাদিক কাজী মোহাতার রহমান বাবু, দৈনিক কালের কণ্ঠ ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, প্রধম আলোর শেখ আল এহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ন মহাসচিব শেখ হেদায়েদ হোসেন, ইন্ডিপেন্টড টিভি শামীমুজ্জামান, ডিবিসি নিউজের আমিরুল ইসলাম, বৈশাখি টিভির হেদায়েত উল্লা, তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ইসাহাক সোহেল, খুলনা টিভি ক্যামের জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, এনটিভি দর্শক ফোরাম আহবায়ক হুমায়ুন কবীর বাবুল, সদস্য সচিব তরিকুল ইসলাম তরিক, সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালক শেখ সোহেল মোবাইল ফোনে এনটিভির খুলনা বিভাগ প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে অভিনন্দন জানান এবং এনটিভির অগ্রযাত্রা কামনা করেন। শনিবার রাতে জরুরী কাজে ঢাকা চলে যাওয়াতে আজ রবিবার উপস্থিত থাকতে পারেননি। তিনি এনটিভির পরিবারকে শুভেচ্ছা জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!