খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

বিহারে বজ্রপাতে অন্তত ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বজ্রপাতে ভারতের বিহারের বিভিন্ন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্র এ খবর নিশ্চিত করেছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গেছে, সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। দেশটির আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহারে আপাতত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!