ডমিনিকার উইন্ডসর পার্কে ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। খেলাটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হতে দেরি হচ্ছে।
ডমিনিকার আবহাওয়া সুবিধার না। বৃষ্টি হচ্ছে গতকাল থেকে। রাতে ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ম্যাচের সময়ে টানা বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলে ম্যাচ বাতিল হওয়ার শঙ্কাও থাকছে।
স্বস্তির খবর হলো, আপাতত বৃষ্টি নেই। মাঠ পরিচর্যার কাজ চলছে। পিচ আপাতত কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এদিকে দুই দলই মাঠে নেমে শেষ মুহূর্তে গা-গরম করে নিচ্ছে। আম্পায়াররা খুব দ্রুতই মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানাবেন।
ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে বাংলাদেশের দারুণ সুখস্মৃতি রয়েছে। ২০০৯ সালে এখানে দুটি ওয়ানডে খেলে প্রত্যেকটিই জিতেছিল বাংলাদেশ। সেই দলে খেলা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এই দলে। কিন্তু তা সামনে এনে আত্মহারা হতে চান না মাহমুদউল্লাহ।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা অনেক আগের কথা। এখন হয়তো এটা আমাদের জন্য নতুন একটা ভেন্যু। উইকেট ভিন্ন হলেও হতে পারে। দল হিসেবে এটি আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’
ডমিনিকার একই ভেন্যুতে কাল হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানায় হবে। ১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় হবে তিনটি ওয়ানডে।