ঝিনাইদহ শৈলকূপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উৎসব আমেজে স্বতন্ত্র ও দলীয় মনোনয়নে স্ব-স্ব-দলীয় নেতা কর্মিদের নিয়ে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে শৈলকূপা উপজেলা পরিষদের উপ- নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২ জুলাই। শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। বাংলাদেশের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এম আব্দুল হাকিম আহমেদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ১২ টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া দুপুরের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। তারা উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস ছালেক এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ঝিনাইদহ জেলা নির্বাচন কার্যালয়ে আনিসুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালী বেগম মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে যায়। শূন্য পদে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২ জুলাই, বাছাই ৩ জুলাই, আপিল ৪-৬ জুলাই, আপিল নিষ্পত্তি ৭ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই ও প্রতীক বরাদ্দ ১৪ জুলাই এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।
খুলনা গেজেট/ টি আই