খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা
  ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের গুলিতে মোল্যা জুলকার নাঈম মুন্না (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না (৩৮) দীঘ‌লিয়া উপ‌জেলার সুগন্ধী গ্রা‌মের সোহরাব মোল্যার ছে‌লে। সে সেনহাটি বাজার কমিটির সেক্রেটারি ছিল।

মুন্না গত এক বছর ধ‌রে নগ‌রীর মুজগুন্নী কাজী বা‌ড়ি নানা বা‌ড়ি‌তে থাকত। নিহ‌তের মামা রিয়াজ ব‌লেন, সন্ধ‌্যায় বা‌ড়ি থে‌কে বের হয় সে। রাত সা‌ড়ে ৮ টার দি‌কে আবার বা‌ড়ির উ‌দ্দে‌শ্যে রওনা হয়। ওই সম‌য়ে মুজগুন্নী বাসস্ট‌্যা‌ন্ডের সাম‌নে পৌছা‌লে সাম‌নে থে‌কে আসা দু’জন যুবক খুব কাছ থে‌কে গু‌লি ক‌রে। এসময় এক‌টি গু‌লি তার বাম চোয়া‌লে লা‌গে। ঘটনাস্থ‌লে সে লু‌টি‌য়ে প‌ড়ে। এরপর জনম‌নে আতঙ্ক সৃষ্টি করার জন‌্য পরপর দুই‌টি গু‌লি ছো‌ড়ে। মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে দুবৃত্তরা মোটর সাই‌কেল‌ যো‌গে পা‌লি‌য়ে যায়।

নিহত মুন্না দিঘলিয়ার সেনহাটী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক গাজী আঃ হালিম হত্যা মামলার চার্জশীটভুক্ত অন্যতম আসামি ছিল। তার নামে দিঘলিয়া থানাসহ খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ব‌লে পু‌লিশ জানায়।

খা‌লিশপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মুজগুন্নী এলাকা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছান। এসে গু‌লি‌বিদ্ধ যুবককে উদ্ধার করে খুলনা মে‌ডিকেল কলেজে নিয়ে আসলে তাকে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত‌্যা করা হতে পারে বলে তি‌নি মনে করেন।

হত‌্যাকা‌ন্ডের পর ঘটনাস্থ‌লে পু‌লিশ, সিআই‌ডি ও পি‌বিআই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। তারা আশপা‌শের সি‌সি টি‌ভি ফু‌টেজ সংগ্রহ কর‌ছেন।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!