খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদার (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহ্’র জন্য এবং তার কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা ও একপুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জোহরবাদ খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন মরহুমের ভ্রাতুষ্পুত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এমএ হাদী।
তিনি জানিয়েছেন, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম হাওলাদার সকলের কাছেই হালিম স্যার নামেই পরিচিত। গত ১০/১২দিন আগে তার শরীরে করোনা সংক্রমন শনাক্ত হয়। সেই থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতরাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জন্মস্থান বাগেরহাটের মংলায়। তবে জীবনের সর্বাধিক সময় তিনি কাটিয়েছেন খুলনা শহরেই। দেশ-বিদেশে প্রচুর ছাত্র রয়েছে তার। সকলের কাছেই মরহুমের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।
খুলনা গেজেট/এআইএন