ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন আরব আমিরাতের দুই ক্রিকেটার আমির হায়াত ও আশফাক আহমেদ।
গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালীন আশফাককে নিষিদ্ধ করেছিল আমিরাত ক্রিকেট বোর্ড। এবার আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়লেন আমির হায়াত ও আশফাক আহমেদ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আমির ও আশফাকের বিরুদ্ধে পাঁচটি ধারা ভাঙার অভিযোগ রয়েছে। অর্থ এবং উপঢৌকন পাওয়ার বিনিময়ে ম্যাচের ফলাফল প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আমির হায়াত ও আশফাক আহমেদকে ৭৫০ মার্কিন ডলার এবং উপঢৌকনের বিনিময়ে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় জুয়াড়িরা। কিন্তু সেই প্রস্তাবের খবর আইসিসির দুর্নীতি দমন উইনিটকে (আকসু) জানাননি তারা। তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে আকুস। দুই ক্রিকেটারকে অভিযোগ খণ্ডনের জন্য ১৪ দিনের সময় দেয়া হয়েছে।
আশফাক আরব আমিরাতের হয়ে খেলেছেন ১৬টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। আমির খেলেছেন নয়টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
খুলনা গেজেট/এএমআর