‘‘খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’’ প্রকল্পের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়নে কেসিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৬ জুন) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর উপস্থিতিতে কেসিসি’র পক্ষে প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর্কিটেকচার ডিসিপ্লিনের ‘‘রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)’’-এর পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সভায় সিটি মেয়র বলেন, খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ কাজের সুফল পেতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। মহানগরীর গুরুত্বপূর্ণ এ মোড়গুলি আধুনিকায়ন করা হলে শহরের যানজট নিরসনে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পভুক্ত মোড়গুলি হচ্ছে- বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসিন মোড়, রয়্যাল চত্বর, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউজ মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলো মোড়।
প্রকল্পের আওতায় মোড়সমূহের সম্প্রসারণসহ রোড মার্কিং, জেব্রা ক্রসিং, রাউন্ড এ্যাবাউট, ফোয়ারা/ভাষ্কর্য নির্মাণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৬ লক্ষ টাকা।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব (উপসচিব) মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক শেখ মোঃ মারূফ হোসাইন ও রুমা আসাদ, সহকারী অধ্যাপক ড. সিফাত সরোয়ার, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।