প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে রাস্তা থেকে অপহরণ করেছেন ইব্রাহিম চঞ্চল (২৪) নামে এক যুবক। ইব্রাহিম নগরির খানজাহান আলী থানাধীন আটরা শিল্প এলাকার আফিল গেটের ইসমাইল সানার পুত্র । ২৫ জুন ইব্রাহিম চঞ্চল তার পিতা ইব্রহিম সানা ও মাতা মোসাঃ মুন্নি বেগম এর বিরুদ্ধে খানজাহান আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর পিতা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আটরা আফিল গেট এলাকার মৃত আব্দুল মকিম তালুকদারের পুত্র ও মুজের খা এর বাড়ির ভাড়াটিয়া আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার মিম (১৬) কে বিদ্যালয়ে যাতায়াতের পথে ইব্রাহিম চঞ্চল প্রেমের প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিনিয়ত স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে ইব্রাহিম। ফলে স্কুলছাত্রীর বাবা এ বিষয়টি নিয়ে ইব্রাহিম এর পিতা মাতার নিকট অভিযোগ দেন। ইব্রাহিমের পিতা মাতার কাছে মৌখিকভাবে বিষয়টি জানান এরপর থেকে সে আরো বেপরোয়া হয়ে উঠে। গত ২২ জুন বেলা ৩ টার দিকে বাড়ির পাশে বাগান সংলগ্ন রাস্তায় হাটাহাটি করতে থাকে ওই স্কুলছাত্রী।
এসময় ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, অপহরণ মামলার ২ নং আসামী ছেলের পিতা ইসমাইল সানা (৪৪) কে আফিলগেট এলাকা থেকে ২৫ জুন বিকেল ৪ টায় গ্রেফতার করা হয় এবং অপহরণ হওয়া স্কুল শিক্ষার্থীকে ২৫ জুন রাত ১১ টায় গোপালগজ্ঞ এর মোকসেদপুর থেকে উদ্ধার করা হয়। বাকি আসামি গ্রেপ্তার এর জন্য অভিযান অব্যহত রাখা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমকে খুলনা মেট্রোপলিটন আদালত ৩ এর বিচারক সুমাইয়া কায়সার কিশোরী সংশোধন (বাগেরহাট) প্রেরণ এবং আটককৃত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
খুলনা গেজেট/ টি আই