খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

খুলনা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে নিজেদের শেষ ম্যাচে তারা ৫২ রানে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে। এ ম্যাচে জয়ের ফলে সাত ম্যাচের সাতটিতেই জিতে অপরাজিত থেকে শিরোপা জিতলো।

খেলার ৪৯তম ওভারে আবাহনীর শেষ উইকেট পতনের সাথে সাথেই উৎসব শুরু হয়ে যায় মোহামেডানের। ২০ বছর পর শিরোপা জিতলো ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

লিগে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রানের বড় সংগ্রহ করে। দলের হয়ে প্রান্তিক নওরোজ নাবিল সর্বোচ্চ ৫৪ রান করেন। ৭৫ বলে ৩টি বাউন্ডারি ও সমান সংখ্যাক ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া আশিক ৪১, মিলন ৩৯, রাজীবুল ৩০ রান করেন। আবাহনীর হয়ে রাকিব, আজমীর ও বিশ্বনাথ দু’টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ক্রীড়া চক্র ৪৮.৩ ওভারে ২৩৯ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে আদনান ৬৭, শাহজালাল ৪৬ রান করেন। বিজয়ী দলের হয়ে মুন ও হাফিজ ৩টি করে উইকেট নেন। এছাড়া সালাম দু’টি এবং মুন একটি উইকেট নেন।

দারুণ এই শিরোপা জয়ে উচ্ছ্বসিত দলের ক্রিকেটাররা। ম্যাচ বাই ম্যাচ জয়ের পাশাপাশি একটা টিম হয়ে খেলাতেই এই সাফল্য বলে জানান তারা। মোট ৮ দলের অংশগ্রহণে খুলনা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হয় গত ১৭ মে। আজ লিগের শেষ ম্যাচে বয়রা তরুণ সংঘ মুখোমুখি হবে নিরালা ইউনাইটেড ক্লাবের।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!