খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল এর নির্বাহী সম্পাদক আহমদ আলী খানের স্ত্রী আলেয়া আহমেদ খান (৫৯) আজ বুধবার দুপুর ১টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার এক পুত্র সাদ আহমেদ খান ও কন্যা শান্তা।
খবর পেয়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ সাংবাদিকরা হাসপাতালে যান। এ সময় তারা সাবেক সভাপতি আহমদ আলী খানের ছেলে ও খুলনা প্রেসক্লাবের সদস্য সাদ আহমেদ খানকে সান্তনা দেন।
আজ বুধবার এশা বাদ ইকবাল নগর মসজিদ চত্বরে মরহুমার জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আহমদ আলী খানের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ আ হ আ