বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট টিভিতে দেখা যাবে

গেজেট ডেস্ক

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখা যাবে টিভি চ্যানেলে। বাংলাদেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস সেন্ট লুসিয়া থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। টিভি পর্দায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্ট দেখতে বাংলাদেশের দর্শকদের গলদঘর্ম হতে হয়েছে। সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অ্যান্টিগা টেস্টের ফিড কেনেনি দেশের কোনো চ্যানেল। ফলে টিভি পর্দায় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছিলেন দর্শকরা।

অনলাইনে আইসিসি টিভিতেও ডলারের বিনিময়ে সবাই খেলা দেখতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে ফেসবুক পেইজে শেষ দিকের কিছু অংশ বিনামূল্যে সম্প্রচার করা হলেও তা নিরবিচ্ছিন্ন ছিল না। তাই দ্বিতীয় টেস্ট দেখা নিয়েও অনেকে দুশ্চিন্তায় ছিলেন।

তবে তাদের দুর্ভাবনা আপাতত দূর করেছে টি স্পোর্টস। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলটিতে দ্বিতীয় টেস্ট সরাসরি সম্প্রচার করা হবে। ফলে টিভি সেটের মাধ্যমেই দর্শকরা ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে এই টেস্ট। প্রথম টেস্টে ৭ উইকেটের জয় তুলে নিয়ে স্বাগতিক দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন