খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কেএমপি, খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে তিনি গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে উদ্বোধন করেন।

 

কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স এ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্ত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত) গ্লোরিয়া ঝর্ণা; খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম; খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার; খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা।

 

এছাড়াও, আরও উপস্থিত ছিলেন কেএমপি ও খুলনাস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উভয় প্রান্তে স্থাপিত ‘পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা’র কার্যক্রম, অনলাইন জিডি কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাকের উদ্বোধন করেন।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!