পারিবারিক কলহের জের ধরে খুলনার দিঘলিয়ায় সাগর জুট মিলের এক মহিলা শ্রমিক গলায় রঁশি দিয়ে আত্নহত্যা করেছে। আত্নহননের শিকার মহিলার নাম আনোয়ারা বেগম। বয়স ৪০ বছর। স্বামীর নাম আজগর খান। বাড়ি দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী ৯ নং ওয়ার্ডে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, স্বামীর সংগে পারিবারিক কলহের জের ধরে আজ রবিবার (১৯ জুন) বেলা আনুমানিক সাড়ে ৩ টার দিকে আনোয়ারা বেগম বাড়ির পাশে গাছের সঙ্গে রঁশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে বিকালে দিঘলিয়া থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো।
এস আই আঃ আজিজ খুলনা গেজেটকে বলেন, আগামীকাল সকালে মৃতদেহ পোষ্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।