ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১৩ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, গত মার্চ মাসে চলতি ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় শহরতলির জোড়াপুকুরিয়া মান্দারতলা, পার্বতিপুর, বৈঠাপড়া, দিগনগর, পোলতাডাঙ্গা, আমেরচারাসহ বিভিন্ন এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে সাড়ে নয় কিলোমিটার সড়ক কার্পেটিংকরণ ও শহরের কারিগরপাড়া এলাকায় ১ কোটি টাকা টাকা ব্যয়ে একটি আরসিসি ড্রেন নির্মাণ কাজের টেন্ডার আহবান করা হয়।
এছাড়াও গত এপ্রিল মাসে এডিপি প্রকল্পের আওতায় রাস্তা সলিংকরণ, কবরস্থান উন্নয়ন ও কালভার্ট নির্মাণের জন্য আরও ৫২ লক্ষ টাকার টেন্ডার সম্পন্ন করা হয়।
রবিবার সকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার।
এসময় পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু, প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, কার্য-সহকারি সাইফুল ইসলাম রানা, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, খাইরুল ইসলাম, সাকের আলী, সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, আনিচুর রহমান লিটন, আবু আসাদ রুনু, নাসির উদ্দিন, মমতাজ বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম