অ্যান্টিগায় চলমান টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ গড়তে দেননি সাকিব-মিরাজরা। স্বাগতিকেরা ২৬৫ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ২ উইকেটে ৫০ রান করে দ্বিতীয় ইনিংসে। দিন শেষে বাংলাদেশ ১১২ রানে পিছিয়ে রয়েছে।
পেসার খালেদ ক্রেইগ ব্রেথওয়েটকে (৯৪) ফেরান। এটি দলকে খেলায় ফেরাতে সাহায্য করে। স্বাগতিকদের শেষ সাত উইকেট ৬৮ রানের মধ্যে হারিয়ে ফেলে। মিরাজ শেষ ছয় উইকেটের মধ্যে চারটি নিয়েছেন।
মিরাজ ৫৯ রানে চার উইকেট নেন। তিনি প্রথম দুই বা তিনটি স্পেলে অবশ্য সাফল্য পাননি।
দ্বিতীয় দিন শেষে মিরাজ বলেন, ‘প্রথম দুই-তিনটি স্পেলে আমি হতাশ ছিলাম। কারণ, আমি সঠিক জায়গায় বল করতে পারছিলাম না। আমার মনোযোগ ফেরাতে সতীর্থ মুমিনুল ও তাইজুল সমর্থন করেছেন। আমার পাশে ছিলেন। ফর্মে ফিরে আসতে সাহায্য করার জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।’
‘আমার মনে হয় উইকেটটি একটু ধীরগতির ছিল। আপনি যদি সব সময় সঠিক জায়গায় বল করেন, তাহলে সুযোগ দেবে। তাই আমি ডট বল করছিলাম। কারণ, প্রথম দুই বা তিনটি স্পেল আমি উইকেট পাইনি। পরে মনে হয়েছিল, যদি আমি প্রতি ওভারে গড়ে দুই থেকে আড়াই রান দেই, তাহলে আমার সুযোগ আসতে পারে, যা আমার জন্য কাজে এসেছে।’
বাংলাদেশি স্পিনার আরও বলেন, ‘আমরা এখন বল বাই বল খেলতে চাই। আপনি যদি ভালো খেলতে পারেন, টপ অর্ডার ব্যাটসম্যানেরা শত রানের পার্টনারশিপ পায়, যদি ভালো কিছু পার্টনারশিপ পান, তবে এটি আমাদের সুযোগ এনে দিতে পারে। আমরা ভাবছি আগামীকাল সারাদিন ব্যাট করব এবং ব্যাটারেরা ভালো খেললে আমরা সুযোগ পেতে পারি।’