বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়ার অভিযোগে এক গৃহবধুর চুল কেটে দিয়েছেন সাবেক নারী ইউপি সদস্য। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে উপজেলার বলইবুনিয়া ইউনিয়িনের কিসমতজামুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন বিকেলে অভিযুক্ত নারী সদস্য মুঞ্জিলা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) সকালে গৃহবধুর ভাই মোঃ সাইদুল শেখ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার গভীর রাতে ভুক্তভোগী গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসলে স্থানীয় রিয়াদ খান (২৬), বাবু মোল্লা (২৭) ও মোঃ রিয়াজুল শেখ (২৬) তিনজন মিলে মুখ চেপে ধরে গৃহবধুকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে ওই গৃহবধুকে ধরে রিয়াদের বাড়ির উঠানে নিয়ে যায়। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে রিয়াদের মা মুঞ্জিলা বেগম ঘরের বাইরে আসে। তখন সবাই মিলে ঘটনা ভিন্ন দিকে ঘুরাতে গৃহবধুকে ঘরের মধ্যে নিয়ে খাটের সাথে বেধেঁ চুল কে্টে দেয় ও মারধর করে। পরে চুরির অভিযোগে পুলিশে ফোন দেয় এবং স্থানীয়দের ডেকে আনে। পুলিশ এসে ওই গৃহবধুকে উদ্ধার করে।
মোরেলগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ওই গৃহবধুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে সাবেক নারী ইউপি সদস্য মুঞ্জিলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/ আ হ আ