নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন পাইলিংয়ের কাজ করার সময় গ্যাসলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তিতাসের সংযোগ পাইপলাইনে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাসলাইনে আগুন লেগেছে। ইপিজেড, হাজীগঞ্জ মণ্ডলপাড়া ও ডেমরা স্টেশনের পাঁচটি ইউনিট এরই মধ্যে আগুন নেভাতে কাজ করছে।
এদিকে, সংরক্ষিত এলাকা হওয়ায় ইপিজেড-এর ভেতরে সংবাদমাধ্যমের কোনো কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাস গ্যাস সংযোগের মূল লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সংযোগ পাইপের ভেতর যতক্ষণ গ্যাস থাকবে, ততক্ষণ আগুন জ্বলবে।