পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার কয়েক কোটি মানুষের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন । সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ দিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনের পরেরদিন সকালে প্রত্যাশিত পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
পদ্মা সেতু নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আশা, আকাংখা, স্বপ্ন ও প্রত্যাশা পূরণের বিষয় তুলে ধরে খুলনা গেজেটকে সাক্ষাৎকার দিয়েছেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ।
তিনি তাঁর মতামত ব্যক্ত করে বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার কোটি কোটি মানুষের জন্য আশির্বাদ। পদ্মা সেতুর ফলে দক্ষিণবঙ্গ হবে মিনি সিঙ্গাপুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে। সড়ক মহাসড়কগুলির দ্রুত উন্নয়ন এবং আধুনিকায়ন হবে। রাজধানী ঢাকার সংগে এ অঞ্চলের নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। খুব দ্রুত, কম খরচ এবং আয়েসে এ অঞ্চলের মানুষ পদ্মার ওপারের জেলাগুলোতে ভ্রমণ করতে পারবে। এ অঞ্চলে শিল্পোন্নয়নে বিপ্লব ঘটবে। একইভাবে কৃষিতেও বিপ্লব হবে।
তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২ টি সমুদ্রবন্দর মংলা, পায়রা এবং ২ টি স্থলবন্দর বেনাপোল এবং ভোমরার আধুনিকায়ন, গতিশীল এবং অধিক কার্যকরী হবে।
ওয়াল্ড হেরিটেজ সুন্দরবনের গুরুত্ব বেড়ে যাবে। দেশী বিদেশী অনেক পর্যটকের আগমন ঘটবে। এ অঞ্চলে ইকো ট্যুরিজম শিল্প গড়ে উঠবে। মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে বলে তার অভিমত।
খুলনা গেজেট/ টি আই