চুয়াডাঙ্গার জীবননগরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিত অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
বুধবার(৮ জুন) দুপুর ২টার দিকে জীবননগর পান বাজারের জোবায়ের স্টোরকে নকল পণ্য রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সজল আহম্মেদ বলেন, প্রান কোম্পানির চুয়াডাঙ্গার এরিয়া ম্যানেজার লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, প্রান কোম্পানির লোগো ব্যবহার করে জীবননগর বাজারে নকল রবো স্পিডসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিত জোবায়ের স্টোরে অভিযান চালিয়ে নকল রবো স্পিডসহ বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো নষ্ট করা হয়। এ সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যবসায়ীসহ সবার উদ্দেশে সজল আহম্মেদ বলেন, সবাইকে নকল হইতে সাবধান হতে হবে। ক্রয় -বিক্রয়ের আগে পণ্যটি আসল কি-না তা যাচাই করবেন। ভোক্তাদের স্বার্থে নকল পণ্যের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।