আগামী ১৮ জুন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে বুধবার বিকেলে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সুজন জেলা ও মহানগর কমিটির যৌথভাবে শেরে বাংলারোডস্থ আমতলা মোড়ের অফিসে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম এবং পরিচালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা।
সভায় বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সম্পাদক রমা রহমান, মহানগর কমিটির নেতা সোহরাব হোসেন, এসকেএম তাছাদ্দুজ্জামান, এড. মামুনুর রশীদ, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাফিজ, নিয়তী রায়, বনানী সুলতানা ঝুমু, ইসরাত আরা হীরা, ইরিনা আক্তার, সুপ্রিয়া রায় প্রমূখ।
সভায় আগামী ৩০ জুনের মধ্যে সদস্য চাঁদা পরিশোধ, আসন্ন ১৮ জুন কেন্দ্রীয় সম্মেলনে খুলনা থেকে অং গ্রহন, নতুন করে প্রতিমাসের শেষ শনিবার বিকেলে সুজনের মাসিক সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/ আ হ আ