Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

লতায় পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

কপিলমুনি প্রতিনিধি

লতা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকা থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিবেশ বজায় রাখতে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লতা ইউনিয়ন পুলিশিং ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনির পার্শ্ববর্তী কাঠামারী বাজার দূর্গামন্দির মাঠ প্রাঙ্গণে লতা ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা থানার (ওসি) তদন্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, সদস্য মালেক তালুকদার, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, প্রধান শিক্ষক অজয় রায়, ইউপি সদস্য আলমগীর খলিফা, বিশ্বজিত শীল, আ’লীগ নেতা আদিত্য বিশ্বাস, নিরাপদ মন্ডল, তপন মন্ডল, শওকত হাওলাদার, অভিজিত মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস ও মিজান সানাসহ স্থানীয়রা।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন