সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের সালমান হোসেনের স্ত্রী মোসাঃ লাকী বেগম (২৫), নগরীর খালিশপুরের আঃ মান্নান তালুকদারের ছেলে মোঃ ওমর আলী (২২), ফুলবাড়িগেটের মোঃ ওমরের ছেলে মোঃ আশিকুর রহমান (২৪), খালিশপুরের মোঃ কবির হোসেন তালুকদারের ছেলে রনি তালুকদার (২৩), একই এলাকার মোঃ আবুল কাজীর ছেলে মোঃ রেজাউল করিম (২২), মোঃ রোকন শিকদারের ছেলে মোঃ রেজাউল করিম (২২) এবং খানজাহান আলী থানার মোঃ দেলোয়ার শেখের ছেলে মোঃ খায়রুল শেখ (১৯)।

এ সময় তাদের কাছ থেকে ৭৩০ গ্রাম গাঁজা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন