বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রদূত, বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ৭ম মৃত্যুবার্ষিকী কাল ৭ জুন। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার হিতামপুর গ্রামে ১৯২৮ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গত ২০১৫ খ্রিস্টাব্দে ৭ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন।
জনপ্রিয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক শেখ রাজ্জাক আলী বৃহত্তর খুলনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন।
‘শেখ রাজ্জাক আলী স্মৃতি পরিষদ’-এর পক্ষে সাধারণ সম্পাদক বেগম মাজেদা আলী এক বিবৃতিতে দেশবাসীর নিকট মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন।
এ্যাড. শেখ রাজ্জাক আলী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খুলনা লায়ন্স ক্লাবের আয়োজনে জি-২ কেডিএ এভিনিউস্থ খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু পরীক্ষা, চোখের পাওয়ার দেখা ও প্রেসক্রিপশন দেয়া হবে। ৮ তারিখ নির্বাচিত রোগীদের চোখের ছানি অপারেশন এবং ৯ তারিখ অপারেশন রোগীদের চোখের চশমা ও ফ্রি ঔষধ প্রদান করা হবে।
এছাড়া খুলনা সিটি ল’ কলেজে বাদ আছর মিলাদ এবং পাইকগাছার হেতেমপুর নিজ গ্রামে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।