ডুমুরিয়ার শরাফপুর মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে ছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কলেজের ভিতরে একটি পরিত্যক্ত রুমে এ ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি রোববার জানাজানি না হলেও সোমবার(৬ জুন) সকালে শিক্ষার্থীরা কলেজে আসলে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনা দ্রুত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। এসময় তারা ক্ষোভে ফেঁটে পড়ে এবং প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা। এঘটনায় কলেজ প্রাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
শরাফপুর মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম খান বলেন, রোববার দুপুরের দিকে শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র রব্বানী মোল্যা ও বহিরাগত নৌবাহিনীতে কর্মরত ইকবাল শেখের ছেলে ইমন বহিরাগত দুজন মেয়েকে নিয়ে অত্র কলেজের পরিত্যক্ত ক্লাস রুমের জানালা দরজা বন্ধ করে তারা কথাবার্তা বলতে থাকে।
এ সংবাদে কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ইলিয়াস হোসেন তাদের নিষেধ করলে তারা তাকে তার নিজের কাজে যেতে বলে। ইলিয়াস হোসেন তাদের আবারও নিষেধ করলে তারা তার জামার কলার ধরে মারতে থাকে। এসংবাদে কলেজের কৃষি শিক্ষা বিভাগের শিক্ষক সুব্রত ও ইতিহাস বিভাগের শিক্ষক আব্দুল হাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ইলিয়াস হোসেনকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করাসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আন্দোলনের হুমকি দিয়েছে।