এলসিডি প্যানেল উৎপাদন বন্ধ করতে যাচ্ছে স্যামসাং। চলতি মাস থেকেই সিদ্ধান্তটি কার্যকর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। মূলত নতুন প্রজন্মের ওএলইডি, কিউডি-ওএলইডি এবং ‘কোয়ান্টাম ডট’ ডিসপ্লে নির্মাণে জোর দেওয়ায় বেশ আগে থেকেই এলসিডি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছিল স্যামসাং। এর আগে ২০২০ সালেই এলসিডি প্যানেল উৎপাদন বন্ধ করতে চেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে করোনা মহামারিতে ডিসপ্লের চাহিদা বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি এ ইলেক্ট্রনিক জায়ান্ট।
স্যামসাং মনে করে, এলসিডি প্যানেলের এক সময় রমরমা বাণিজ্য থাকলেও এতে ভবিষ্যৎ নেই। টিভি ও মনিটরের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছে নতুন প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক যৌক্তিকতার নিরিখে এলসিডি বানানো বন্ধ করছে তারা। ১৯৯১ সালে নিজস্ব পণ্যে ব্যবহারযোগ্য প্যানেল উৎপাদনে ‘স্যামসাং ডিসপ্লে’ বিভাগ চালু করেছিল স্যামসাং। তবে সময়ের সঙ্গে স্যামসাং শুধু নিজেদের চাহিদাই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের এলসিডি প্যানেলের শীর্ষ সরবরাহকারী হয়ে উঠেছিল। কিন্তু চাহিদা কমায় এক সময় এলসিডি প্যানেলের একচ্ছত্র আধিপত্যকারী প্রতিষ্ঠানটি বর্তমানে ডিসপ্লে বাজারের মাত্র দুই ভাগ দখলে রাখতে পেরেছে।
খুলনা গেজেট/ আ হ আ