রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব সংলগ্ন এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে রাত সাড়ে এগারোটার দিকে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট সেই আগুন স্পর্শ করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবেও। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ক্লাবটি।
ক্লাবটির স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’
তিনি বলেন, জাতীয় ফুটবল দলের ক্যাম্প চলায় ফুটবলাররা সবাই ছুটিতে। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে মালিতে না গিয়ে ক্লাবেই ছুটি কাটাচ্ছেন। সুলেমান রাত এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছিলেন। আগুন সুলেমানের ঘরের ছাউনি স্পর্শ করায় ক্লাবের স্টাফরা তাকে ডেকে তোলেন, সুলেমানের কক্ষটি ছিল আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই। সে ঘুম থেকে উঠে দ্রুত পাসপোর্ট নিয়ে রুম ত্যাগ করে।
মোহামেডানের অধিনায়ক রুম ত্যাগ করার পরপরই ফায়ার সার্ভিস পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ক্লাবের ভেতরে প্রবেশ করেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিস। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মোহামেডান ক্লাব বড় ধ্বংসের হাত থেকে মুক্তি পেয়েছে।
মতিঝিল ক্লাব পাড়াসহ বিভিন্ন স্থানে অরক্ষিতভাবে বৈদ্যুতিক তার ঝুলতে দেখা যায়। বিদ্যুৎ কর্তৃপক্ষ ও ক্রীড়া সংশ্লিষ্টরা এই বিষয়টি গুরুত্ব সহকারে না দেখলে এর ফলে ভবিষ্যতেও এ রকম ঘটনা ঘটতে পারে।